।। নিউজ ডেস্ক ।।
উলিপুরের ধামশ্রেনী ইউনিয়নকে প্রাথমিক পর্যায়ে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের সহযোগিতায় এবং ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রাখিবুল হাসান সরদার।
এসময় বক্তব্য রাখেন ধামশ্রেনী ইন্দারার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, ধামশ্রেনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার পাল, ধামশ্রেনী রেজিয়া জুলেখা দাখিল মাদরাসার সুপার মাওঃ সামছুল হক, প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর এস এম আরিফুজ্জামান, মনিটরিং অফিসার আহাদ্দুজামান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর নুর ইসলাম, মঞ্জুরুল ইসলাম, নাছিমা বেগম, নুরজাহান বেগম চম্পা প্রমূখ। এসময় বক্তারা বাল্য বিয়ের বিভিন্ন সমস্যা উল্লেখ করে ধামশ্রেনী ইউনিয়নকে প্রাথমিক পর্যায়ে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন।
//নিউজ/উলিপুর//মালেক/অক্টোবর/২৮/২১