।। নিউজ ডেস্ক ।।
গতকাল ২৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশ গণঅধিকার পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ এই চার মূলনীতির উপর ভিত্তি করে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার ‘ শ্লোগান নিয়ে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া’কে আহ্বায়ক ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরকে সদস্য সচিব করে ৮৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সহকারী যুগ্ম-আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন উলিপুর উপজেলার অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী।
অ্যাড. এরশাদ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (অনার্স) ও এলএল.এম ডিগ্রি লাভ করে ২০১৩ সালে আইন পেশায় যোগ দেন। তিনি ঢাকা বার, ঢাকা ট্যাক্সেস বার ও কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এবং বাংলাদেশ আইন সমিতির সহ: দফতর সম্পাদক।
তিনি উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবা জনাব লিয়াকত আলী সরকার ও প্রয়াত মাতা বেগম নুরনাহার সরকার উভয়ই বেগমগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
অ্যাড. এরশাদ সিদ্দিকী নিজ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত আছেন। এছাড়া তিনি কুড়িগ্রাম সমিতি ঢাকা’র সহঃ দফতর সম্পাদক ও ছোঁয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন।