বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ২টি পদে মোট ১৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের প্রথম এক বছরের জন্য অন-প্রবেশনে নিয়োগ দেওয়া হবে। এরপর কাজ সন্তোষজনক হলে চাকরি নিয়মিতকরণ করা হবে। আগ্রহীরা আগামী ১১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
চাকরির ধরন: অস্থায়ী
প্রবেশনকাল: ০১ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
পদের নাম: সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১৮৮
যোগ্যতা: স্নাতকে সিজিপিএ–৪.০০ স্কেলে ৩.০০ থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫.০০ স্কেলে ৪.০০ থাকতে হবে
বেতন স্কেল: চুক্তিকালে ২৬,১০০ টাকা এবং চুক্তির পর নিয়মিত হলে ২৭,১৮০ টাকা।
বয়স: ২৫-০৩-২০২০ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর এবং কোটাধারী প্রার্থীদের ৩২ বছর।
পদের নাম: সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি)
পদসংখ্যা: ৭
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি / কম্পিউটার টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা। সিজিপিএ–৪.০০ স্কেলে ৩.০০ থাকতে হবে। এসএসসি / সমমানে জিপিএ–৫.০০ স্কেলে ৪.০০ থাকতে হবে।
বেতন স্কেল: অন-প্রবেশনকালে নির্ধারিত বেতন ২৯,৬০০ টাকা এবং চাকরি নিয়মিত হলে ৩০,৭৯০ টাকা।
বয়স: ২৫-০৩-২০২০ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর এবং কোটাধারী প্রার্থীদের ৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহীরা www.brebhr.teletalk.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১১২ টাকা, ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১১ নভেম্বর ২০২১ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর নিয়োগ বিজ্ঞপ্তি