।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে তিস্তার তীব্র স্রোতে ডুবে বদিউজ্জামান (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। বুধবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার থেতরাই ইউনিয়নের চর জুয়ান সতরায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
বদিউজ্জামান ওই ইউনিয়নের দঁড়ি কিশোরপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে বদিউজ্জামান, শহিদুল ইসলাম, সাজু মিয়া, গোলজার হোসেন, মশিউর রহমানসহ সাতজন তিস্তা নদী পাড়ি দিয়ে (চরজুয়ান সতরায়) গরুর ঘাস কাটতে যান। দুপুরে ঘাস নিয়ে নদী সাঁতরে বাড়ি ফেরার পথে বদিউজ্জামান তিস্তার প্রবল স্রোতে ডুবে যান।
প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, সকালে আমরা ঘাস কাটতে নদী পার হই। কিন্ত তখন হাঁটু পানি ছিল। ঘাস কেটে ফেরার পথে নদীর পানি বেড়ে স্রোত বয়ে যাচ্ছে। আমরা সবাই ঘাসের বস্তা নিয়ে পাড়ি দেওয়ার সময় অনেকে স্রোতের কবলে পড়ে যাই। পরে সবাই নিরাপদে কিনারায় ফিরতে পারলেও বদিউজ্জামান ফিরতে পারেননি। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্বাস আলী বলেন, এখন পর্যন্ত আমরা কোন খবর পাইনি।
//নিউজ/উলিপুর//সুভাষ/অক্টোবর/২১/২১