।। নিউজ ডেস্ক ।।
দলদলিয়া ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় দলদলিয়া ইউনিয়নের কদমতলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কৃষক লীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমানী।
অ্যাডভোকেট কামরুজ্জামান রানা মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসএম ওমর ফারুক আহবায়ক বাংলাদেশ কৃষক লীগ সম্মেলন প্রস্তুত কমিটি কুড়িগ্রাম জেলা শাখা, শ্রী প্রদীপ চন্দ্র সরকার যুগ্ম আহবায়ক বাংলাদেশ কৃষক লীগ সম্মেলন প্রস্তুত কমিটি কুড়িগ্রাম জেলা শাখা, মাহবুবুল আলম খন্দকার বিপ্লব যুগ্ম আহবায়ক বাংলাদেশ কৃষক লীগ সম্মেলন প্রস্তুত কমিটি কুড়িগ্রাম জেলা শাখা, মমিনুর রহমান সদস্য বাংলাদেশ কৃষক লীগ কুড়িগ্রাম জেলা শাখা, ভবেশ চন্দ্র পাল আহবায়ক বাংলাদেশ কৃষক লীগ উলিপুর উপজেলা শাখা, এ্যাডভোকেট আনিসুজ্জামান আনিছ সদস্য সচীব বাংলাদেশ কৃষক লীগ কুড়িগ্রাম সদর উপজেলা শাখা প্রমূখ।
সম্মেলনের প্রধান অতিথি কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন মন্দির ভাংচুরের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে না পেরে মোবাইলে যুক্ত হয়ে আয়োজক ও উপস্থিত কাউন্সিলরদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং সম্মেলনের সফলতা কামনা করেন।
আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে উলিপুর উপজেলা কৃষকলীগের আহবায়ক ভবেশ চন্দ্র পালের সভাপতিত্বে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে কামরুজ্জামান রানা মুন্সিকে সভাপতি ও আবু সাইয়েদ মালদারকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৬১ সদস্য বিশিষ্ট কৃষক লীগ দলদলিয়া ইউনিয়ন কমিটি ঘোষণা করেন।
প্রায় ১২ বছর আগে গঠিত কমিটির নিস্ক্রিয়তার কারণে সম্মেলন প্রস্তুত কমিটির সিদ্ধান্ত মোতাবেক এখানে সম্মেলন অনুষ্ঠিত হয় বলে জানান সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এসএম ওমর ফারুক। কাউন্সিলর ছাড়াও সম্মেলনে ইউনিয়নের প্রত্যন্ত এলাকা থেকে বিপুল সংখ্যক কৃষক যোগদেন।
//নিউজ/উলিপুর//সুভাষ/অক্টোবর/১৭/২১