।। নিউজ ডেস্ক ।।
সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা দূর্গা মন্দির সহ প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) বিকেলে মসজিদুল হুদা মোড়ে হিন্দু সম্প্রদায়ের সহস্রাধিক নারী ও পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ গোলাম মোস্তফা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আহসান হাবিব রানা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক নিমাই কুমার সিংহ, সিসএনজি জেলা কমিটির সাধারন সম্পাদক আব্দুল মোতালেব, মুক্তিযোদ্ধা স্বপন কুমার সরকার ভগত, পশ্চিম কালুডাঙ্গা সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সিতেন্দ্রনাথ সেতু, নেফরা শ্রী শ্রী দূর্গামন্দির কমিটির সভাপতি নৃপেন্দ্রনাথ বর্মন প্রমূখ।
এর আগে উলিপুরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ দূর্গা মন্দির গুলো পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক প্রভাষক স ম আল মামুন সবুজ, ত্রাণ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল সরদার বাবু, সহ প্রচার সম্পাদক ও সহকারি অধ্যাপক শাহিনুর আলমগীর, গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ রিজু, সাধারণ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা সাইদুল হক বাচ্চু, থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উলিপুর পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, উলিপুর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার খোকন, গুনাইগাছ ইউপি সদস্য আবুল কাশেম প্রমূখ।
//নিউজ/উলিপুর//মালেক/অক্টোবর/১৬/২১