।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম জেলার জনপ্রিয় নিউজ পোর্টাল উলিপুর ডট কমসহ দেশের ২৩টি অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের অনুমতি পেয়েছে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় এসব অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধনের অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করে।
নিবন্ধনের অনুমতি পাওয়া অনলাইন পোর্টালগুলোর মধ্যে রয়েছে- উলিপুর.কম, আজকেরসিলেট.কম, লয়্যার্সক্লাববাংলাদেশ.কম, তরঙ্গনিউজ.কম, পলিনিউজ.কম, টেকশহর.কম, এবিসিবার্তা.কম, কর্পোরেটসংবাদ.কম, শেয়ারবিজনেস২৪.কম, ঢাকারিপোর্ট২৪.কম, রিপোর্ট৭১,কম, নিউটার্ন২৪.কম, বিএনএ২৪নিউজ.কম বাংলাধারা.কম, মেঠপথ.কম, সিলেটপ্রতিদিন২৪.কম, ঢাকাটুডে.কম, ডায়মন্ডনিউজ২৪.কম, বৈশাখীনিউজ২৪.নেট, শ্যামলবাংলা২৪.কম, বিজনেসআওয়ার২৪.কম, দৈনিকবার্তা.কম, প্রতিদিনেরচিত্রবিডি.কম।
তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ২৩টি অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হলো। ২০ কার্যদিবসের মধ্যে নির্বাচিত এই নিউজ পোর্টালগুলোকে নির্ধারিত ফি জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
গত ৩০ জুলাই প্রথম দফায় ৩৪টি অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। এরপর ৩ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে ঢাকা মহানগর ও বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় সরকার।