।। নিউজ ডেস্ক ।।
‘বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ’ এ স্লোগানকে ধারণ করে উলিপুরে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক এম.এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, প্রভাষক স. ম. আল মামুন সবুজ।
এছাড়াও উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাইদুল হক বাচ্চসহ শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রিবৃন্দ উপস্থিত ছিলেন।
//নিউজ/উলিপুর//মালেক/সেপ্টেম্বর/৩০/২১