।। নিউজ ডেস্ক ।।
মানুষের জন্য নদী, নদী বাঁচাও দেশ বাঁচাও – এই শ্লোগান নিয়ে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১০ টায় পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস উলিপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার প্রাণকেন্দ্র গবার মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা উত্তর বুড়ি ও তিস্তা নদীসহ দেশের সকল নদী দখল-দূষণ ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, নদী রক্ষায় সঠিক পদক্ষেপ না নেওয়ায় দেশের ১৩ শত নদীর মধ্যে রয়েছে মাত্র ৩৫০টি নদী। এর মধ্যে ১৫৩টি মৃত হিসেবে পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে।
এখনি যদি নদী দখল এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না যায়। তাহলে নদীগুলো একদিন বিলীন হয়ে যাবে। আর এ কারণে দেশের বেশির ভাগ এলাকা মরুভূমিতে পরিণত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান লিটন, সাংবাদিক বিপুল সরকার, গ্রীন ভয়েস উলিপুর টিমের সমন্বয়ক বিকাশ রায় বিপুল, সাজেদুল ইসলাম সবুজ, নুরনবী সরকার, সবুজ চন্দ্র, বিধান রায় সহ সংগঠনের সদস্যবৃন্দ।