।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে তিস্তা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় দলদলিয়া ইউনিয়নের অর্জুন, দক্ষিন দলদলিয়া, থেতরাই ইউনিয়নের পাকার মাথা, শেখের খামার, শেখ পাড়া তিস্তা নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন সাংবাদিকদের বলেন ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। ইতো মধ্যে বালু ভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ও টিউব ভাঙন কবলিত স্থানে ডাম্পিং করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী-১ মাহমুদ হাসান, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহরাব আলী মোল্লা, থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল শেখ, সাইদুল হক বাচ্চু প্রমুখ।
//নিউজ/উলিপুর//মালেক/সেপ্টেম্বর/২৩/২১