।। নিউজ ডেস্ক ।।
করোনাভাইরাসের ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর দীর্ঘ প্রায় ১৭ মাস পর রবিবার (১২ সেপ্টেম্বর) সরকার সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছেন। এ উপলক্ষে রবিবার দুপুরে উলিপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে তবকপুর ইউনিয়নের বাবুরহাট মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা শিক্ষা অফিসার নাদিরউজ্জামান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার ফরহাদ হোসেন খন্দকার, তবকপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন মুকুল, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাবুরহাট মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েন প্রধান শিক্ষক সরোয়ার উদ্দিন মন্ডল,
উপজেলা যুবলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম গোলাম কিবরিয়া, বজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাও. রেফাকাত হোসেন, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তুমুল আমিন, পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।
//নিউজ/উলিপুর//মালেক/সেপ্টেম্বর/১২/২১