।। টেক ডেস্ক ।।
প্রতিনিয়ত আমরা জিমেইলের মাধ্যমে নানা ধরনের অনলাইন ভিত্তিক ডকুমেন্ট বা ফটো এমন কি চাকরির সিভি জমা দিয়ে থাকি। আমরা অনেকেই সুবিধার ক্ষেত্রে এক এর অধিক জিমেইল ব্যবহার করে থাকি। কিন্তু প্রতিনিয়ত সব জিমেইল গুলো চেক করা হয়ে উঠে না। এ কারণে মিস হতে পারে গুরুত্বপূর্ন ফাইল বা তথ্য।
আমরা সহজ উপায়ে একটি জিমেইল একাউন্টের ইনবক্সে অন্য জিমেইল গুলোর বার্তা যোগ করতে পারি। এক্ষেত্রে কিছু সহজ উপায় অনুসরণ করলে পাওয়া যাবে এই সুবিধাটি।
তাহলে জেনে নিন কিভাবে অন্যান্য জিমেইলের বার্তা একটি জিমেইল একাউন্টে চেক করা যায়ঃ-
১। প্রথমে জিমেইল একাউন্টি ওপেন করুন যে কোন ডিভাসে। যেমন মোবাইল, ট্যাব অথবা ল্যাপটপে।
২। সেটিং এ ক্লিক করে একাউন্ট এন্ড ইম্পোর্ট অপশনটি সিলেক্ট করতে হবে।
৩। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন Check email from other accounts অপশন। সেটাতে ক্লিক করুন।
৪। ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে। সেখানে আপনার কাঙ্ক্ষিত ইমেল টি বসিয়ে নেক্সটে ক্লিক করুন।
৫। পরবর্তি আবার একটি নতুন পেজ আসবে। Import emails from my other account (POP3) এই অপশন টি সিলেক্ট করে আবারও নেক্সটে ক্লিক করতে হবে।
৬। এবার আপনার কাঙ্ক্ষিত ইমেল একাউন্টির পাসওয়ার্ড টি বসিয়ে নিচে Label incoming messages এবং Archive incoming messages (Skip the Inbox) টিক মার্ক দিয়ে এড একাউন্টে ক্লিক করুন।
৭। your mail account has been added নামে একটি পেজ আসবে এবং নিচে নেক্সট অপশন টি ক্লিক করুন।
৮। add another email address you own নামে আরও একটি পেজ আসবে । শেখানে নেক্সট স্টেপ ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ইমেইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) যাবে। OTP টি বসিয়ে ভেরিফাইয়ে ক্লিক করুন।
এভাবেই আপনি একটি জিমেইলে এড করতে পারেন আপনার অন্যান্য জিমেইল একাউন্ট।
//নিউজ/টেক//মাহমুদ/সেপ্টেম্বর/১১/২১