।। নিউজ ডেস্ক ।।
“সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ” এ স্লোগানকে ধারণ করে উলিপুরে উন্নত প্রযুক্তির নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৫০ জন পাট চাষীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উলিপুর অডিটোরিয়াম হলরুমে পাট অধিদপ্তরে উলিপুরের আয়োজনে সোমবার (০৬ সেপ্টেম্বর) সকালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক পাট অধিদপ্তর রংপুর অঞ্চল মোঃ সোলায়মান আলী, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা, মোঃ আব্দুল আউয়াল সরকার, উলিপুর উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা দুলাল কুমার দাস, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কুড়িগ্রাম সদর, মোছাঃ খাদিজা খাতুন প্রমুখ।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে পাটের ব্যাগ প্রদান করা হয়।
//নিউজ/উলিপুর//মালেক/সেপ্টেম্বর/০৬/২১