।। নিউজ ডেস্ক ।।
নাগেশ্বরীতে বুধবার (১৮ আগস্ট) গভীর রাতে একই গ্রামের পাঁচটি বাড়িতে সিঁধ কেটে চুরির খবর পাওয়া গেছে। উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর নড়সিনডাংগা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে এ তথ্য জানান রায়গঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) জরিনা বেগমের স্বামী রুহুল আমিন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, বুধবার রাতে রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর নড়সিনডাংগা গ্রামের মানুষজন ঘুমিয়ে পড়লে গভীর রাতে চোরেরা ওই গ্রামে প্রবেশ করেন। তারা পাঁচটি বাড়িতে সিঁধ কাটেন। তারা ওই গ্রামের মানিক মিয়ার বাড়ি থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন, কাপড়-চোপড়, নগদ দুই হাজার ৫০০ টাকা, একাব্বর আলীর বাড়ি থেকে নগদ তিন হাজার ৫০০ টাকা ও একটি বাটন মোবাইল, গাজী রহমানের বাড়ি থেকে নগদ এক হাজার ২০০ টাকা ও একটি বাটন মোবাইল, আওলাদ হোসেনের বাড়ি থেকে ৬০০ টাকা ও একটি বাটন মোবাইল এবং মিজানুর রহমানের বাড়ি থেকে একটি বাটন মোবাইলসহ কাপড়-চোপড় চুরি করে পালিয়ে যান।
সকালে ঘুম থেকে উঠে মোবাইল ফোন না পেয়ে ও ঘরে সিঁধ কাটা দেখতে পেয়ে তারা চুরির বিষয়টি নিশ্চিত হন। একই রাতে এক গ্রামের পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি সংঘবদ্ধ চক্র এ কাজটি করেছে।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান বলেন, এখন পর্যন্ত ওই গ্রামের একটি বাড়িতে চুরির খবর পাওয়া গেছে। বাকিগুলোর খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সূত্রঃ জাগো নিউজ২৪