।। নিউজ ডেস্ক ।।
আমন ধানের চারা রাস্তায় রোপন করে রাস্তা সংস্কারের দাবী জানালেন গ্রামের ভুক্তভোগী মানুষজন। সোমবার (১৬ আগষ্ট) সকালে ধরনীবাড়ি ইউনিয়নের কেকতির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে পাড়ের ভিটা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী রাস্তায় এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, প্রায় এক যুগেরও বেশী সময় ধরে রাস্তাটি সংস্কার করার দাবী নিয়ে এলাকার মানুষ জনপ্রতিনিধিদের শরণাপন্ন হন। কিন্তু তাতে রাস্তা পাকা হওয়া তো দূরের কথা এখন কাঁচা রাস্তা দিয়েই চলাচল করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় স্থানীয় বিক্ষুব্ধ মানুষজন চলাচল অনুপযোগী কর্দমাক্ত রাস্তায় আমন ধানের চারা রোপন করে জনপ্রতিনিধিদের উদাসীনতার প্রতিবাদ জানান।
রাস্তায় চারা রোপণকারী কেকতির পাড় গ্রামের ভ্যান চালক শাহীন বলেন,দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণে আমরা ব্যার্থ হয়েছি। এখন আমাদের গ্রামের মানুষের চলাচলের রাস্তায় এক পসলা বৃষ্টি হলেই পানি জমে থাকে। জমা পানি কয়েক দিন পর্যন্ত জমে থাকায় রাস্তাটি কর্দমাক্ত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। তাই প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করতেই রাস্তায় চারা রোপন।
একই গ্রামের গোবিন্দ, ফারুক হোসেন,সহিদুল, খোকা,সাদ্দাম, তোফাজ্জলসহ স্থানীয়দের অভিযোগ, ধরনীবাড়ী ইউনিয়নের ৬ নংওয়ার্ডের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ কাঁচা রাস্তাটিতে ইট বিছানা বা পাকা করণ তো দূরের কথা দেড় যুগ ধরে কোন সংস্কার কাজেই হচ্ছে না। অথচ প্রতিদিন এ রাস্তা দিয়ে শত শত মানুষ চলাচল করে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়ে তারা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, লোকালয়ের ভেতর দিয়ে যাওয়া রাস্তাটি মেরামতের ব্যাপারে জনপ্রতিনিধিরা উদাসীন ভুমিকা পালন করায় আজ এ গ্রামের সহস্রাধিক মানুষকে সীমাহীন দুর্ভোগ পাহাতে হচ্ছে। বর্তমানে স্থানীয় লোকজন নিজস্ব উদ্যোগে রাস্তাটি মেরামত করে কোন রকম চলাচল করছে। রাস্তার দুরবস্থার কারণে এ গ্রামের মানুষকে রোগী নিয়ে প্রতিনিয়ত দূর্ভোগে পড়তে হচ্ছে। রিকশা ভ্যান, অটোরিকশাসহ যানবাহন পাশের গ্রামে আসলেও এ গ্রামে আসতে চায়না বলে জানালেন গ্রামটির লোক জন।
//নিউজ/উলিপুর//সুভাষ/আগস্ট/১৬/২১