।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর ও তথ্য কেন্দ্রের সহযোগিতায়, উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউএনও নূর-এ-জান্নাত রুমি।
এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক স ম আল মামুন সবুজ প্রমূখ। শেষে দোয়া মাহফিল, পুরস্কার বিতরণ ও বৃক্ষ রোপন করা হয়।
এদিকে সকাল ৮ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়। বিকেলে জাতীর পিতা বঙ্গবন্ধু সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কলেজ মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক গোলাম মওলা, প্রভাষক স.ম আল মামুন সবুজ, প্রভাষক ইতি রাণী কর্মকার, সহঃ প্রধান শিক্ষক আনিছুর রহমান, সহঃ শিক্ষক এজাবুল ইসলাম প্রমূখ।
//নিউজ/উলিপুর//মালেক/আগস্ট/১৫/২১