।। জেলা প্রতিনিধি ।।
ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় ৭ বাংলাদেশীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব বাংলাদেশী নাগরিক ভারতের দিল্লিতে ইটের ভাটায় কাজ করতো বলে জানা গেছে । কাজ শেষে তারা আজ সোমবার (০২ আগস্ট) ভোরে ফুলবাড়ি সীমান্তের নোম্যান্স ল্যান্ড দিয়ে সীমান্ত অতিক্রম করার সময় আটক হন। পরবর্তীতে বিজিবি অবৈধ ভাবে অনুপ্রবেশের অপরাধে মামলা দিয়ে অভিযুক্তদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেন।
আটকৃতরা হলেন, উপজেলার নওদাবস গ্রামের শাহালামের পুত্র শহিদ আলী (৩১) তার স্ত্রী আফরোজা খাতুন (২৮), পুত্র আরমান আলী (০৮),কাশিপুর ইউনিয়নের আরজী নেওয়াশী গ্রামের ফজলুল হকের পুত্র রাজু মন্ডল (৩৬),তার স্ত্রী পারভীন বিবি (২১) পুত্র পারভেজ মন্ডল (০৬), নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ এলাকার আকবর আলীর পুত্র মোকসেদ আলী (৪২)।
জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানান,তারা ভারতের বিভিন্ন ইট ভাটায় কাজ শেষে সোমবার ভোরে ভারতের দিনহাটা থানার ভারত- বাংলাদেশ সীমান্তের ৯৪২/৭ আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে দালালের সহযোগীতায় কাঁটাতার টপকিয়ে বাংলাদেশে প্রবেশ করেন, এরপর ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে বাড়ী ফেরার সময় বিজিবি তাদেরকে আটক করে।
লালমনিরহাট ১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রমজান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন,ভারতের দিল্লীতে ইটভাটায় কাজ শেষে দুই দেশের দালাল চক্রের মাধ্যমে তারা বাংলাদেশে প্রবেশ করে। অবৈধ ভাবে সীমান্ত পারাপারের অপরাধে তাদেরকে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।
//নিউজ/কুড়িগ্রাম//সুভাষ/আগস্ট/০২/২১