।। জেলা প্রতিনিধি ।।
প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রৌমারী উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সাবেক সভাপতি গোলাম আজম। মরহুমের স্ত্রী রাশেদা বেগম জানান, গত ১৯ জুলাই তার স্বামী আকস্মিকভাবে করোনায় আক্রান্ত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (২৪ জুলাই) সকাল ৯টায় দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যান।
উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম আজম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি ইউনিয়নের মাদারের চর (মাস্টার বাড়ি) গ্রামের মৃত আলহাজ হেকমত আলীর ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে রৌমারী উপজেলায় উপ-সহকারি কৃষি কর্মকর্তা হিসেবে বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার মৃত্যুতে রৌমারী কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও ডিকেআইবিসহ রৌমারী উপজেলার সর্বস্তরের মানুষ তার আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
//নিউজ/কুড়িগ্রাম//সুভাষ/জুলাই/২৫/২১