।। জেলা প্রতিনিধি ।।
ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে দুই চোরকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম শহরের ধরলা সেতুর পূর্ব পাড়ে। আটককৃতরা হলেন, কুড়িগ্রাম পৌরশহরের মরাকাটা এলাকার আব্দুল আজিজের ছেলে শাহাজাহান (২৮) ও আবুল মিয়ার ছেলে মামুন মিয়া (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (২৪ জুলাই) মনোয়ার হোসেন নামের এক ব্যক্তির জেলা সদরের উপজেলা গেটের সামন থেকে সকালে ১২ হাজার টাকা মূল্যের একটি ছাগল চুরি হয়ে যায়। বিষয়টি তিনি তাৎক্ষণিক ভাবে সদর থানা পুলিশকে অবগত করেন । এরই পরিপ্রেক্ষিতে পুলিশ শহরের বিভিন্ন চেক পোস্টে কঠোর নজরদারি রাখেন। বিশেষ করে শনিবার জেলা সদরের যাত্রাপুর ঘাট সংলগ্ন বাজারে হাটবার হওয়ায় পুলিশ বিশেষ নজরদারি রাখে ধরলা সেতু চেকপোস্টে। দুপুর ১টার দিকে সেতুর পূর্ব পাড় চেকপোস্ট এ অটোরিকশা যোগে অজ্ঞাত দুই ব্যক্তি ছাগল নিয়ে যাওয়ার সময়, পুলিশের সন্দেহ হলে তাদেরকে থামতে বলেন। তখন একজন অটোরিকশা থেকে নেমে ধরলা নদীতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। এলাকাবাসীর সহযোগিতায় ওই চোরসহ দুজনকে আটক করে সদর থানা পুলিশ ।
কুড়িগ্রাম সদর থানার পুলিশের অফিসার ইনচার্জ খাঁন মোঃ শাহরিয়ার বলেন,”ধরলা ব্রিজ পূর্ব পাড় হতে ছাগল চোরকে ছাগলসহ হাতেনাতে আমরা আটক করেছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।”
//নিউজ/কুড়িগ্রাম//সুজন/জুলাই/২৪/২১