।। জেলা প্রতিনিধি ।।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.পুলক কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮ টা থেকে শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় তিন জনের মৃত্যু হয়েছে। মৃত তিনজনই জেলার নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। এদের মধ্যে দুইজন করোনা পজেটিভ ছিলেন। অপর একজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
সূত্র আরও জানায়, করোনা পজেটিভ হয়ে মৃত দুইজনের বয়স সত্তুরের ওপর। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীর বয়স ৪০ বছর।
হাসপাতাল সুপারভাইজার রুমের দায়িত্বে থাকা মনিটরিং অফিসার রোকেয়া মন্ডল জানান, হাসপাতালের করোনা ইউনিটে এ পর্যন্ত মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জুলাই সকাল পর্যন্ত মারা গেছেন ১৬ জন। ৮০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার (১৬ জুলাই) সকাল পর্যন্ত ৪৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ৩১ জন করোনা পজেটিভ এবং ১৪ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ আখের আলী জানান, ১৫ জুলাই পর্যন্ত জেলায় ২ হাজার ৫৭৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ জনের।
//নিউজ/কুড়িগ্রাম//চন্দন/জুলাই/১৬/২১