।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে অসহায় এক নিঃসন্তান দম্পতির পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মানবিক ইউএনও নূর-এ-জান্নাত রুমি। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে ওই দম্পতির দুঃখ দূর্ভোগের খবর পেয়ে তাদের বাড়িতে ছুটে যান তিনি। এসময় ওই দম্পতিকে ৪০ কেজি চাল, ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা তুলে দেয়া হয়। ওই দম্পতির নাম ছকুর উদ্দিন (৭৩) ও সান্তনা বেগম (৬৩)। তারা উপজেলার দক্ষিণ দলদলিয়া টাপুরকুটি গ্রামের বাসিন্দা। শারীরিক অক্ষমতা ও বার্ধ্যক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে ভুগছেন ওই দম্পতি। ওই দম্পতির অসহায়ত্ব কষ্টের দিনযাপন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উঠে আসলে ইউএনও নূর-এ-জান্নাত রুমির দৃষ্টিগোচর হয়। পরে তিনি সাথে সাথেই ছুটে যান তাদের বাড়িতে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার ও স্থানীয় গণমাধ্যম কর্মী।
ইউএনও নূর-এ-জান্নাত রুমি বলেন, ”তাদের কোন সন্তান না থাকায় দেখভালের কেউ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যেমে তাদের দূর্দশার খবর জানতে পেরে খুবই খারাপ লেগেছিল। খবরটি দেখার সাথে সাথে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকারকে সাথে নিয়ে তাদের বাড়িতে গিয়ে শারীরিক খোঁজখবর নেই। ছকুর উদ্দিনের বয়স্কভাতা রয়েছে। তার স্ত্রীকেও সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় আনা হবে। এছাড়া ওই পরিবারটির সার্বিক খোঁজ খবর নেয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশ দেয়া হয়েছে”।
//নিউজ/উলিপুর//মালেক/জুলাই/১৩/২১