।। জেলা প্রতিনিধি ।।
চলমান লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষদের ত্রাণ সহায়তা হিসেবে নিজেদের রেশন থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ রংপুর সেনানিবাসের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ বীর ব্যাটালিয়ন। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধরলা অববাহিকার একশ’ অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করে সেনাবাহিনী।
দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ৩০ বীর ব্যাটলিয়নের কুড়িগ্রামে টহল ও আভিযানিক দায়িত্বে থাকা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. মিজান-উর-রশীদ ভূঁইয়া। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্যাম্প উপ-অধিনায়ক লেফটেন্যান্ট তানজিম ফাহিম হিমেল এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রফিকুল হাসানসহ বাহিনীর সদস্যরা। ত্রাণ সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, আটা, ডাল, তেল, লবণ ও সাবান প্রদান করা হয়। এসব খাদ্য সামগ্রী নিজেদের রেশন সংকুলান করে যোগান দেওয়া হয়েছে বলে জানায় সেনাবাহিনী।
ক্যাপ্টেন মো. মিজান-উর-রশীদ ভূঁইয়া বলেন, ‘চলমান লকডাউন পরিস্থিতিতে কুড়িগ্রামের অসহায় ও দুস্থ মানুষদের সাহায্য প্রদানের উদ্দেশে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেনা সদস্যদের নিজস্ব রেশন হতে সংকুলান করে এসব ত্রাণ সামগ্রীর যোগান দেওয়া হয়েছে।’ কুড়িগ্রাম জেলায় সেনাবাহিনী তাদের এ জনকল্যাণ ও মানবসেবা মূলক কাযক্রম অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন ব্যাটালিয়ন ক্যাম্প কমান্ডার।
সেনাবাহিনীর পক্ষ থেকে আগামী ১৭ জুলাই জেলার রাজারহাট উপজেলার তিস্তা অববাহিকার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে কুড়িগ্রামের স্থানীয় প্রশাসনকে সহায়তা করছে সেনাবাহিনী। ১জুলাই থেকে শুরু হওয়া এই লকডাউন কার্যকরে জেলার বিভিন্ন উপজেলায় নিজেদের টহল বজায় রেখেছে বাহিনীটি। সড়কে মানুষের চলাচল নিয়ন্ত্রণ, নির্দিষ্ট সমেয়র মধ্যে দোকানপাট বন্ধ রাখাসহ বিধি নিষেধ বাস্তবায়নে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সেনাবাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করছে বলে জানান কুড়িগ্রামে টহল ও আভিযানিক দায়িত্বে থাকা বাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. মিজান-উর-রশীদ ভূঁইয়া।
//নিউজ/কুড়িগ্রাম//চন্দন/জুলাই/১৩/২১