।। নিউজ ডেস্ক ।।
উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার গ্রামে তিস্তা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন ও ভাঙ্গনের শিকার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর দেয়া ত্রান সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। উপজেলার বিভিন্ন স্থানে তিস্তা নদীর ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যেই গোড়াইপিয়ার গ্রামে ভাঙ্গন রোধে কার্যক্রম শুরু করেছে এবং ১০ হাজার টেক্সটাইল জিও ব্যাগ ডাম্পিং করার কাযক্রম চলছে। এরই মধ্যে ভাঙ্গন অনেকাংশই প্রতিরোধ হয়েছে। আজ মঙ্গলবার (৬ জুলাই) ভাঙ্গনের শিকার গোড়াইপিয়ার গ্রামের ক্ষতিগ্রস্থ ৬১টি পরিবারে মাঝে ১০ কেজি চাল, ডাল তেল, লবনসহ প্রতিজনকে নগদ ৩ হাজার করে টাকা তাদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার,উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমি, পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ী, উলিপুর প্রেসক্লাবের আহবায়ক আনিছুর রহমান মিয়াজী প্রমূখ।
//নিউজ/উলিপুর//সুভাষ/জুলাই/০৬/২১