।। নিউজ ডেস্ক ।।
লকডাউন অমান্য করে দোকান খোলা রাখা, মাস্ক না পড়া এবং অযাচিত ঘোরাফেরা করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে উলিপুরে ১৬ জনের কাছ থেকে ৮ হাজার ৪’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে বৃহস্পতিবার (০১ জুলাই) প্রথমদিনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল এর নেতৃত্বে দিনব্যাপি এ অভিযান পরিচালিত হয়। উলিপুর থানার পুলিশ ও আনসার বাহিনী এ অভিযানে সহায়তা করেন।
অভিযান চলে উলিপুর পৌর শহর, দূর্গাপুর বাজার, চৌমুহনী বাজার, অন্তপুর বাজার সহ বিভিন্ন স্থানে। এ সময় দোকান খোলা রাখার কারণে দুই ব্যবসায়ীর এক হাজার করে, মাস্ক না পড়ায় তিন জনের ৫’শ করে এবং অযাচিত ঘোরাফেরা করার কারণে ১১ জনের কাছে বিভিন্ন পরিমানে ৪ হাজার ৯’শ টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল তথ্যটি নিশ্চিত করে জানান,স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।
//নিউজ/উলিপুর//মালেক/জুলাই/০২/২১