।। জেলা প্রতিনিধি ।।
দুই জঙ্গি সদস্যকে গ্রেফতার করার পর বুধবার (৩০জুন) রাত ১০ টার দিকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করেছে র্যাব। কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বুধবার রাত ১০ টার দিকে মোঃ আব্দুল কাদের সালমান (২৫) এবং মোঃ মিনহাজুল ইসলাম (২১) কে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে জঙ্গি বিরোধী আইন-২০০৯ এ মামলার এজাহার দায়ের করা হয়। আগামী শুক্রবার (২ জুলাই) তাদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
এর আগে মঙ্গলবার রাতে উলিপুর উপজেলা ও কুড়িগ্রাম সদর উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর দুই সদস্যকে গ্রেফতার করে র্যাব। সন্ধ্যায় র্যাব-১৩ এর এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর পর বুধবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, মঙ্গলবার (২৯ জুন) রাতে র্যাব-১৩ এর জঙ্গি দমন সেল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম পৌরসভার সবুজপাড়া ও উলিপুর পৌরসভার নারকেলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য মোঃ আব্দুল কাদের সালমান (২৫) এবং মোঃ মিনহাজুল ইসলাম (২১) কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব জানায়, বেশ কিছুদিন যাবত অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার আল ইসলাম” এর মতাদর্শ প্রচার-প্রচারোনার মাধ্যমে সংগঠনের জন্য সদস্য সংগ্রহ, চাঁদা উত্তোলন করে আসছে বলে জানায়। অনলাইন ভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোমলমতি তরুণ ও যুবকদের টার্গেট করে জঙ্গিবাদে উদ্বুদ্ধ ও জঙ্গি ভাবধারা প্রচার করত বলে জানা যায়। উগ্রবাদে উদ্বুদ্ধ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এ্যাকাউন্ট থেকে উগ্রবাদ সম্পর্কিত বিভিন্ন লেখা প্রচার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের কাছ থেকে উগ্রবাদী বই, জঙ্গিবাদে প্রচারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিম, মেমোরীকার্ড, বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্টকৃত উগ্রবাদী লিফলেট ও জঙ্গী কার্যক্রমে জড়িত অন্যান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ এর স্ক্রীনশট উদ্ধার করা হয়েছে।
//নিউজ/কুড়িগ্রাম//চন্দন/জুলাই/০১/২১