।। জেলা প্রতিনিধি ।।
কুড়িগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে স্থানীয় প্রশাসন জেলা সদরের পৌর এলাকার ৩টি ওয়ার্ডে নাগরিক চলাচলে কঠোর বিধি নিষেধ জারি করেছে।
মঙ্গলবার (জুন ১৫) বিকেল থেকে আরোপিত বিধি নিষেধ ৭ দিনের জন্য পৌর এলাকার ২, ৩ ও ৭ নং ওয়ার্ডে বলবৎ থাকবে। আজ স্বাস্থ্য বিভাগ সাংবাদিকদের জানান, গত ১০ দিনে (৫ জুন থেকে ১৫ জুন পর্যন্ত) জেলায় ২৭২ জনের নমুনা পরীক্ষায় ১১৫ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ১০ দিনে আক্রান্তের গড় হার ৪২ শতাংশের উপরে। তিনি আরও জানান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫০ জনের ধারণ ক্ষমতা রয়েছে। মঙ্গলবার ১৫ জুন পর্যন্ত সেখানে ভর্তি রয়েছে ১১ জন।
অপর দিকে জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকা নাখারগঞ্জ গ্রামে বুধবার (জুন ১৬) সকালে আলীম উদ্দিন নামের এক করোনা রোগী রংপুর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মারা যায়।
জেলায় এ পর্যন্ত ১ হাজার ৩৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের। এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৬০১ জনের।
//নিউজ/কুড়িগ্রাম//সুভাষ/জুন/১৬/২১