।। টেক ডেস্ক ।।
বর্তমান সময়ে আমাদের নিত্যদিনের সঙ্গী স্মার্টফোন! দুর্ভাগ্যবশত শখের স্মার্টফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে চিন্তিত হওয়াটা অস্বাভাবিক না। কিন্তু ফোনে থাকা ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যাদির অপব্যবহার হলে কী হবে এইসব নিয়ে ব্যাপক দুশ্চিন্তা তো থেকেই যায়। কিন্তু কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করলেই আপনি জানতে পারবেন যে কীভাবে ফোনটি খুঁজে বের করা যাবে এবং দূর থেকেই ফোনের গুরুত্বপূর্ণ তথ্যাদি মুছে ফেলা যাবে।
১. হারিয়ে যাওয়া ফোনে যে Google অ্যাকাউন্ট বা Gmail আইডি সংযুক্ত করা ছিল, সেই অ্যাকাউন্ট নিশ্চিত করে অন্য একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে তা দিয়ে সাইন ইন করুন৷
২. এরপর, https://www.google.com/android/find -এ যান অথবা Google-এ গিয়ে ‘ফাইন্ড মাই ডিভাইস’ লিখে সার্চ করুন।
৩. আপনার হারিয়ে যাওয়া ফোনে একটি নোটিফিকেশন যাবে। তবে, আপনি যদি মনে করেন যে ফোনে কোনো নোটিফিকেশন যায়নি, তাহলে উক্ত ওয়েবপেজে প্রদর্শিত হারিয়ে যাওয়া ফোনের ছবির ডান পাশে রিফ্রেশ বাটনে ক্লিক করুন।
৪. রিফ্রেশ বাটনে ক্লিক করা মাত্রই আপনার ফোন একটি নোটিফিকেশন যাবে, তখন আপনি মানচিত্রে দেখতে পারবেন আপনার ফোনটি কোথায় আছে এবং নিদিষ্ট স্থান চিহ্নিত করতে পারবেন।
৫. ওয়েব পেজ এর বাম পাশে ৩ টি অপশন দেখতে পাবেন ১, প্লে সাউন্ড ২, সিকিউর ডিভাইস ৩ ইরেজ ডিভাইস। আপনাকে লক্ষ্য রাখতে হবে লোকেশন দেখার সাথে সাথে প্লে সাউন্ড এ ক্লিক করতে হবে। টানা ৫ মিনিট বাজতে থাকবে ফুল সাউন্ড এ ।
৬. সিকিউর ডিভাইস এ ক্লিক করলে আপনি ২ টা অপশন দেখতে পারবেন। সেটা তে আপনার ফোন নাম্বার ও পাসওয়ারড সেট করে দিতে পারেন । সে ক্ষেত্রে আপনার স্ক্রীন লক হয়ে যাবে। যার ফলে তথ্যদি কেউ অপব্যবহার করতে পারবে না ।
৭. ইরেজ ডিভাইস এ ক্লিক করলে , ফোনে থাকা সকল তথ্যদি মুছে দিতে পারবেন। যার ফলে ডিভাইসে ফাইন্ড মাই ডিভাইস অপশনের কার্যক্রম বন্ধ হয় যাবে।
বলে রাখা ভালো এই পদ্ধতিটি অনুসরণ করার আগে আপনাকে নিশ্চিত হতে হবে হারিয়ে যাওয়া ফোনটি কি লোকেশন ও ইন্টারনেট সংযোগে আছে কি না। ইন্টারনেট না থাকলে এই পদ্ধতি কাজ করবে না।