।। নিউজ ডেস্ক ।।
করোনার এই দুঃসময়ে তোমরা মন দিয়ে পড়াশুনা করবে। বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্টগুলো ভাল করে করবে। করোনা মহামারী সংকট না কেটে যাওয়া পর্যন্ত তোমরা গুগলমিটে পাঠদান অব্যাহত রাখবা। বৃহষ্পতিবার (জুন ১০) দুপুরে উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এসময় তিনি শিশু শিক্ষার্থীদের আবৃত্তি ও গান শুনে মুগ্ধ হন। পরে তাদের সকলকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন।
প্রতিমন্ত্রীর আগমনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আব্দুল মজিদ হাড়ি ও প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবীবা পলি ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এসময় আট জনের একটি কাব দল স্বাস্থ্য বিধি মেনে গার্ড অব অনার প্রদান করে। পরে প্রতিমন্ত্রী বিদ্যালয়টি ঘুরে দেখেন এবং ছাত্র-ছাত্রীদের স্থান সংকুলান না হওয়ায় একটি ভবন ও সীমানা প্রাচীর নির্মাণের প্রতিশ্রুতি দেন। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণে আশ^স্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার নূর-এÑজান্নাত রুমি, উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাদিরুজ্জামান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ফারুক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
//নিউজ/উলিপুর//মালেক/জুন/১০/২১