।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (জুন ০৫) উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে দিনব্যাপি এ মেলার আয়োজন করা হয়।
প্রাণিসম্পদ, ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।
এ সময় উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ মন্ডেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল আজিজ প্রধান, থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, কৃষক প্রতিনিধি পার্থ সারথি সরকার, উপজেলা ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম সাজু, সদস্য নাছির উদ্দিন, খামারী রাহেনা বেগম প্রমূখ। প্রদর্শনী শেষে খামারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
//নিউজ/উলিপুর//মালেক/জুন/০৫/২১