।। জেলা প্রতিনিধি ।।
কুড়িগ্রাম শহরের অদূরে ধরলা ব্রিজ পয়েন্টে প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্কে রাতের অন্ধকারে ফুলবাবু (১৯) নামের এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছিল সন্ত্রাসীরা। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় ব্রীজ এলাকার মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে।
বৃহস্পতিবার (৩ জুন) দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ঐ যুবককে শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য ওই যুবককে কুড়িগ্রাম হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। তার অবস্থা আশংকা জনক বলে চিকিৎসকরা জানিয়েছে।
আহত যুবক জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা গ্রামের মোঃ পাষান আলীর ছেলে বলে জানা গেছে।
ধরলা ব্রীজ পয়েন্টের আরিফুর ইসলাম সাংবাদিকদের জানান, তিনি তীররক্ষা বাঁধের উপর দিয়ে আসার সময়,এক যুবকের বাচাও বাচাও বলে চিৎকার শুনে ভয় পান। ভয়ে দৌড়ে পালনোর সময় সামনে কয়েকজন লোককে দেখে বিষয়টি তাদের অবগত করান। এরপর তারা ঘটনা স্থলে গিয়ে গলাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক রক্তাক্ত জখম হওয়া এক যুবককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করান।
এদিকে গুরুতর আহত যুবকের পারিবারের দাবি, সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশির সাথে তাদের দ্বন্দের জের ধরেই প্রতিপক্ষরা তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। প্রতিবেশিদের সাথে দ্বন্দ্বের জেরে মারামারির ঘটনায় গত ১১ মে ২০২১ উলিপুর থানায় ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে আহত যুবকের পরিবার।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু হয়েছে আশাকরি ক্লু উদঘাটন হবে । আহত যুবকের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে আজ শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রুগী নিয়ে পরিবারের লোকজন ব্যাস্ত থাকায় মামলা হয়নি। তবে আহত যুবকের পরিবারের সদস্যরা জানান, পূর্বশত্রুতার জেরে এঘটনা ঘটেছে। আহত যুবক সুস্থ হলে তার কাছ থেকে বিস্তারিত শুনে মামলা দেয়া হবে।
//নিউজ/কুড়িগ্রাম//সুভাষ/জুন/০৫/২১