।। জেলা প্রতিনিধি ।।
শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ পিতাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা কচাকাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।
অমানবিক এ ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (মে ২৭) ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশুরামেরকুঠি গ্রামে। ঘটনা টি নিশ্চিত করেন, কচাকাটা থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম। নিগৃহীত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ তার মায়ের জিম্মায় দিয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পরশুরামেরকুটি গ্রামের মৃত মোহাম্মদ শেখের লম্পট পুত্র চাঁনমিয়া কবিরাজ (৪৯) এর দ্বিতীয় স্ত্রী সোনাহাট স্থল বন্দরে পাথর ভাঙ্গা শ্রমিকের কাজে নিযুক্ত। তার সাথে আগের পক্ষের একটি সাত বছরের শিশু কন্যা রয়েছে। শিশুটিকে নিয়ে শ্রমজীবী স্ত্রী পরশুরামেরকুটি গ্রামের মিলনী বাজারে একটি বাসা ভারা নিয়ে থাকেন।
মাঝে মধ্যে লম্পট চাঁনমিয়া কবিরাজ ওই বাসায় স্ত্রী এবং সৎ কন্যাসহ একই বিছানায় রাত্রী যাপন করেন। এরই ধারাবাহিকতায় বুধবার (মে ২৬) রাতে ঐ লম্পট চাঁনমিয়া স্ত্রী ও সৎ কন্যাকে নিয়ে রাত্রি যাপন করছিলেন । বৃহস্পতিবার (মে ২৭) ভোর ৪ টার দিকে স্ত্রী বিছানা ছেড়ে বাহিরে গেলে লম্পট চাঁনমিয়া এ সূযোগে সৎ শিশু কন্যার উপর জোরপূর্বক পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার করলে তার সে চেষ্টা ব্যার্থ হয়। ওইদিন সকালেই ভীতসন্ত্রস্ত শিশুটি তার উপর চাঁনমিয়ার পাশবিক নির্যাতন চেষ্টার বিষয়টি মায়ের কাছে খুলে বলেন । শুধূ তাই নয় বেশকিছু দিন ধরে সৎ পিতা এরকম আচরণ করে আসছে বলেও মায়ের কাছে ভয়ংকর তথ্য ফাঁস করে শিশুটি। এ ঘটনা জানার পর বৃহস্পতিবার রাতেই শিশুটির মা নিজে বাদী হয়ে লম্পট স্বামীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করেন। কচাকাটা থানা পুলিশ রাতেই অভিযুক্ত চাঁনমিয়াকে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ.এস.এম সায়েম সাংবাদিকদের বলেন, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে মনে হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত চাঁনমিয়াকে শুক্রবার (মে ২৮) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যেহেতু ধর্ষণের চেষ্টায় মামলা হয়েছে সেক্ষেত্রে শিশুটির ডাক্তারী পরিক্ষার প্রয়োজন হবেনা।
//নিউজ/কুড়িগ্রাম//সুভাষ/মে/২৯/২১