।। আব্দুল মালেক ।।
উলিপুরে জোর পুর্বক জমি জবর দখল নেয়ার চেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এক অসহায় পরিবার। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর (বকসীপাড়া) গ্রামের মোজাম্মেল হক ১৯৮৬ সালে ২১ শতক ও ১৯৯৩ সালে ৪৫ শতক জমি কবলা মুলে ক্রয় করে ভোগদখল করে আসছে। মোজাম্মেল হকের মৃত্যুর পর তার পুত্র মাও. আবু সাঈদ সুমন জমি ভোগ দখল করে। গত ১৬ মে প্রতিবেশী প্রভাবশালী আব্দুল হাকিম গংরা প্রকাশ্য দিবালোকে উক্ত জমি বাঁশের চ্যাকার দিয়ে ঘিরে জবর দখলের চেষ্টা করে। এঘটনায় মাও. আবু সাঈদ সুমন থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আব্দুল হাকিম গংদের বিরুদ্ধে দন্ডবিধি আইনে ১৫৪ ধারা মোতাবেক সর্তকীকরন নোটিশ প্রদান করে। নোটিশ প্রাপ্তির পর থেকে আব্দুল হাকিম গংরা বিভিন্ন ভয়ভীতি দেখান বলে আবু সাঈদ জানান।
আব্দুল হাকিমের পুত্র সহিদুল ইসলাম বলেন, আমাদের পৈত্রিক সম্পতি তাই দখলে নিয়েছি।
থানার এএসআই লুলু মিয়া জানান, আইনগত ব্যবস্থা নিয়ে উভয়পক্ষকে থানায় আসতে বলি। কিন্তু অভিযুক্তরা আসেনি।
//নিউজ/উলিপুর//মালেক/মে/২২/২১