।। নিউজ ডেস্ক ।।
দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও সচিবালয়ে আটকে রেখে নির্যাতনকারীদের বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) সকাল ১১ ঘটিকায় উলিপুর উপজেলা শহরের মসজিদুল হুদা মোড়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উলিপুর প্রেসক্লাবের আয়োজনে শহরের মসজিদুল হুদা মোড়ে আয়োজিত মানববন্ধনে ক্লাবের সদস্যরা ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
এসময় ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন উলিপুর প্রসক্লাবের আহবায়ক আনিছুর রহমান মিয়াজী, যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম বিটু, সাংবাদিক আবু সাঈদ সরকার, সাংবাদিক তৈয়বুর রহমান, নুরবক্ত মিয়া, নুরুজ্জামান সরকার।
মানবন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে আটক ও নির্যাতনের তীব্র নিন্দা প্রকাশ করেন। অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ছয়ঘন্টা ধরে আটকে রেখে হেনস্তা করেন। এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি দাবি করেন তারা।
//নিউজ/উলিপুর//সুভাষ/মে/১৯/২১