।। জেলা প্রতিনিধি ।।
দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও সচিবালয়ে আটকে রেখে নির্যাতনকারীদের বিচারের দাবিতে কুড়িগ্রাম সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) দুপুরে জেলা শহরের কলেজ মোড় ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির আয়োজনে জেলা শহরের কলেজ মোড়ে আয়োজিত প্রথম দফা মানববন্ধনে গণ কমিটির সদস্যরা ছাড়াও স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন। পরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে আরও একটি মানববন্ধনের আয়োজন করেন প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
মানবন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে আটক ও নির্যাতনের তীব্র নিন্দা প্রকাশ করেন। অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ছয়ঘন্টা ধরে আটকে রেখে হেনস্তা করেন। এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি দাবি করেন তারা।
//নিউজ/কুড়িগ্রাম//চন্দন/মে/১৮/২১