।। জেলা প্রতিনিধি ।।
চিলমারীতে চাঁদা দাবি ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে চিলমারী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, চিলমারী মহিলা ডিগ্রী কলেজের অভ্যন্তরে তিন কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে একটি আশ্রয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। উক্ত প্রকল্পের কাজে রহমত উল্যাহ সাইড ম্যনেজার হিসাবে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন যাবৎ এলাকার কিছু বখাটে যুবক ম্যানেজারের নিকট ৫০,০০০/- ( পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবী করে আসছিল এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টায় ছিল। এরই সুত্র ধরে বৃহস্পতিবার ( ২৯ এপ্রিল) বিকালে ম্যানেজার লেবার পেমেন্ট ও ইটভাটায় টাকা দেয়ার জন্য এটিএম বুথ থেকে ৫০,০০০/- টাকা উত্তোলন করে। এই খবর জানতে পেরে অভিযুক্তরা তার পিছু নিয়ে ধাওয়া করে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয় ও রাতে অভিযান পরিচালনা করে থানাহাট এলাকা হতে ০২ জন এজাহার নামীয় আসামী, থানাহাট মন্ডল পাড়ার জাহাঙ্গীর আলমের পুত্র রুবেল ওরফে রকিবুল(২১) ও সবুজ পাড়া এলাকার শামছুজ্জোহা সরকারের পুত্র নাঈম সরকারকে( ২৪) আটক করা হয়।
চিলমারী মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, আটক দু’জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
//নিউজ/কুড়িগ্রাম//সুভাষ/এপ্রিল/৩০/২১