।। জেলা প্রতিনিধি ।।
রাজীবপুরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দুঃখিনী বেগম (৪৫) নামে এক গৃহবধু প্রাণ হারিয়েছেন। রবিবার (৪ এপ্রিল) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাজীবপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) নবীউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
দুঃখিনী বেগম রাজীবপুর সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বদরপুর গ্রামের ফজর আলীর স্ত্রী বলে জানা গেছে।
ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য লুৎফর রহমানের বরাত দিয়ে স্থানীয় সংবাদকর্মী সহিজল ইসলাম জানান, রবিবার বিকালে প্রচন্ড বালুঝড়সহ কালবৈশাখী শুরু হয়। এসময় দুঃখিনী বেগম বাড়ির পাশের ক্ষেতে বেধে রাখা ছাগল নিয়ে আসতে গেলে ফেরার পথে একটি ইউক্লিপ্টাস গাছের ডাল ভেঙে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান দুঃখিনী। পরে সন্ধ্যায় গাছের ভেঙে পড়া ডালের আড়ালে ছাগলের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে দুঃখিনীকে মৃত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন তারা।
ওসি নবীউল হাসান জানান, এমন বালুঝড় পূর্বে দেখিনি। প্রচন্ড ঝড়ে থানা এলাকায় বালুর ভারি স্তর জমা পড়েছে। ওই ঝড়েই গাছের ডাল ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন বদরপুর গ্রামের দু:খিনী বেগম। তাকে পারিবারিক ভাবে দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
//নিউজ/কুড়িগ্রাম//চন্দন/এপ্রিল/০৫/২১