।। জেলা প্রতিনিধি ।।
ধরলা নদীর ভাঙন রোধে নদীর তীর রক্ষার কাজ শুষ্ক মৌসুমে দ্রুততম সময়ের মধ্যে শুরু করার দাবিতে মানববন্ধন করছে নদীর পারের অসহায় মানুষ জন ।
শনিবার (৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ধরলা নদীর বামতীরে চর সিতাইঝাড় এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ অংশ নেয়।
আসন্ন বর্ষা মৌসুমের আগেই সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ধরলা নদীর বামতীরে ভাঙ্গনের অপেক্ষায় থাকা ফজলের মোড় থেকে চরসিতাইঝাড় নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত এলাকায় দ্রুত জিওব্যাগের সাহায্যে ভাঙ্গন রোধের মাধ্যমে ৩টি ওয়ার্ডের ঘর-বাড়ি, ফসলী জমি, শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকাটি রক্ষার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চর সিতাইঝাড় এলাকার বাসিন্দা শিক্ষক আব্দুল গফুর, সাবেক ইউপি সদস্য কেরামত আলী, পল্লী চিকিৎসক আমির হোসেন, দারোগ আলী, ইউনুছ আলী, শাওন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সদরের মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড়সহ পাশ্ববর্তী এলাকায় ধরলার বামতীরে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে গত ৬ বছর ধরে তীর রক্ষায় কোন ব্যবস্থা গ্রহন করেনি পানি উন্নয়ন বোর্ড। এতে করে প্রতি বছর বন্যা মৌসুমে এসব এলাকায় শত শত ঘর-বাড়ি ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে । ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেও কোন কাজ হয়নি। জন প্রতিনিধিরাও তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।
এবার শুকনো মৌসুমেই মারাত্বক ভাঙ্গন শুরু হয়েছে। এতে হুমকীর মুখে পড়েছে কয়েকটি গ্রাম ও বিভিন্ন স্থাপনা। আগামী বর্ষা মৌসুম আসার আগেই জরুরী ভিত্তিতে তীররক্ষার কাজ করে ধরলার ভাঙ্গন রোধে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করতেই আজকের এ মানববন্ধন।
//নিউজ/কুড়িগ্রাম//সুভাষ/এপ্রিল/০৪/২১