।। জেলা প্রতিনিধি ।।
স্বাধীনতা দিবসে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও ছাত্রলীগের হামলা এবং সাধারণ নাগরিক হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি’র দুটি গ্রুপ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০মার্চ) দুপুরে শহরের পুরাতন পোষ্টাফিস পাড়াস্থ বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে পুলিশি বাঁধায় জাহাজ কোম্পানীর মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, ব্যারিস্টার রবিউল আলম সৈকত, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আবু দারদা হেলাল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রিপন রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রকি বকসী, কৃষক দলের রাশেদ প্রমুম বক্তব্য রাখেন।
অন্যদিকে একই দাবিতে মঙ্গলবার দুপুরে মোক্তার পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে দাদা মোড়ে পুলিশ বাঁধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেনসহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন সারাদেশে সরকার যেভাবে পুলিশকে ব্যবহার করছে এবং দলের লোকজন সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে তাতে স্বাধীনতার মূল চেতনাই বিনষ্ট হবে।
//নিউজ/কুড়িগ্রাম//চন্দন/মার্চ/৩০/২১