।। জেলা প্রতিনিধি ।।
মানসিক ভারসাম্যহীন হতদরিদ্র এক নারী রাস্তার ধারে উন্মুক্ত স্থানে একটি পুত্র সন্তান প্রসব করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (২৭ মার্চ) ভোররাতে কুড়িগ্রাম শহরের জয়বাংলা মোড়ে। কুড়িগ্রাম সদর থানা পুলিশ খবর পেয়ে মুমূর্ষ অবস্থায় প্রসূতি ও নবজাতকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করায়। তবে ফুটফুটে নিষ্পাপ এই শিশুটি কার পাপের ফসল তা এখনো জানা যায়নি।
শহরের একাধীক সূত্র জানায়, “ভাসমান বংশপরিচয় হীনা মানষিক ভারসাম্যহীন এই হতদরিদ্র নারী দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন বাজার ও রাস্তায় অবস্থান করে জীবিকা নির্বাহ করে আসছিল।”
পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “জয়বাংলা মোড় এলাকায় পরিত্যক্ত খোলামেলা স্থানে মানসিক ভারসাম্যহীন এক নারী ভোররাতে বাচ্চা প্রসব করেছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল গিয়ে প্রসূতি ও নবজাতকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছি। ওই নারী তার নাম ঠিকানা কিছুই বলতে পারছে না।”
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মোঃ মোকতার হোসেন জানান, “নবজাতকের ওজন ১ কেজির একটু বেশি, আশংকাজনক অবস্থায় রয়েছে। তবে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।”
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার জানান, “মানসিক ভারসাম্যহীন এক নারী খোলা আকাশের নিচে পুত্র সন্তান প্রসব করেছে। পুলিশ তাদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শিশুটিকে যাতে কেউ নিয়ে যেতে না পারে সে জন্য সেখানে পুলিশ রাখা হয়েছে। এরই মধ্যে অনেকে বাচ্চাটি নেয়ার আগ্রহ প্রকাশ করেছে।
//নিউজ/কুড়িগ্রাম//সুভাষ/মার্চ/২৮/২১