।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে ব্রাহ্মণ পরিবারের কলেজ পড়ুয়া ছাত্রীকে অপহরণের ১১ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানা পুলিশের সহযোগিতায় শহরের পলাশবাড়ী এলাকা থেকে বুধবার (২৪ মার্চ) ভোররাতে পুলিশ উদ্ধার করেছে। এ সময় অপহরণকারী আসাদুজ্জামান ও তার এক সহযোগীকে আটক করতে সক্ষম হয় পুলিশ । বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউর রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা বুধবার দুপুর ২ টার দিকে অপহৃত দিপ্তী রানী ধাঁ সহ অপহরণকারী দু’জনকে কুড়িগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অপহৃতা দীপ্তি রানী পূর্ণবয়স্ক হওয়ায় তার ইচ্ছায় নিজ জিম্মায় থাকার আদেশ এবং অপহরণকারী আসাদুজ্জামান ও তার সহযোগীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। পরে দীপ্তি রানী তার ইচ্ছায় অভিযুক্ত আসাদুজ্জামান পরিবারের লোকজন সাথে যায় । সে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ পূর্বক যথাযথ প্রক্রিয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানান।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এর আগে এক মাদ্রাসা সুপারসহ ২ জনকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। এদিকে অপহরনের পর থেকে দীপ্তি রানী ধাঁ অজ্ঞাত স্থান থেকে অডি ও ভিডিও কলে পুলিশসহ সাংবাদিকদের জানান, তাকে অপহরণ করা হয়নি সে স্বেচ্ছায় আসাদুজ্জামানকে ভালোবেসে বিয়ে করেছেন। কিন্তু মামলার বাদী দীপ্তি রানীর পিতা ফোন আলাপ বিশ্বাস না করে তার মেয়েকে উদ্ধারে পুলিশকে চাপ দিতে থাকেন। এ অবস্থায় পুলিশ অপহৃতাকে উদ্ধারে মরিয়া হয়ে ওঠে।
উল্লেখ্য, উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কামদেব গ্রামের বেনু চন্দ্র ধাঁ এর কলেজ পড়ুয়া কন্যা দীপ্তি রানী ধাঁ (১৮) এর সাথে পাঁচপীর ডিগ্রী কলেজে অধ্যায়নরত অবস্থায় রাজারহাট উপজেলার বালাকান্দি নলকাটা গ্রামের মোস্তাফিজুর রহমান (দুলাল) এর পুত্র আসাদুজ্জামানের প্রেমের সম্পর্ক হয়। এরই সূত্র ধরে গত ১৩ মার্চ সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে সে জিনিসপত্র কেনার কথা বলে কৌশলে বাড়ি থেকে পালিয়ে প্রেমিক আসাদুজ্জামানের সাথে গা ঢাকা দেয়। এরপর দীপ্তি রানী ধাঁকে সম্ভাব্য সকল স্থানে খুজে না পেয়ে অসহায় পিতা বেনু চন্দ্র ধাঁ আসাদুজ্জামানসহ ৯ জনকে আসামীকরে উলিপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারীকর্মকর্তা এস.আই মশিউর রহমান জানান, অপহৃতা দীপ্তি রানী কে উদ্ধার এবং এজাহারনামীয় মুল অপহরণকারীসহ দু’জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। বিজ্ঞ আদালত অপহৃতা পূর্ণবয়স্ক হওয়ায় নিজ জিম্মায় দিয়ে আসামীদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সূত্রঃ uttareralo24