।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে গাঁজা সংরক্ষণ ও সেবনের অপরাধে কাজির উদ্দীন (৫৩) নামে এক ব্যক্তিকে ৩ মাসের জেল ও ২শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (মার্চ ২৩) দুপুরে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পশ্চিম দরিচর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মৃত সাবাজ উদ্দিনের ছেলে কাজির উদ্দিনকে ৫০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের কলকি সহ আটক করে ভ্রাম্যমান আদলতের কাছে সোপর্দ করেন।
পরে ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নুর এ জান্নাত রুমি কাজির উদ্দিনকে তার বাড়িতে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ মাসের জেল ও ২শ টাকা জরিমানা করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেন। অপর দিকে নারিকেল বাড়ি পূর্ব ছড়ারপাড় গ্রামের চান্দু শেখের পুত্র শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করে। অভিযানের বিষয়ে টের পেয়ে আগেই সটকে পরে শহিদুল। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
//নিউজ/উলিপুর//সুভাষ/মার্চ/২৪/২১