।। নিউজ ডেস্ক ।।
মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফ্রী ভেটেরিনারি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ মার্চ) সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
দলদলিয়া ইউনিয়ন সমাজকল্যান সংস্থার আয়োজনে দলদলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উলিপুরের বাস্তবায়নে এবং পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প, প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলদলিয়া ইউনিয়ন সমাজকল্যান সংস্থার উপদেষ্টা আবু তৈয়ব সরদার।
সংস্থার উদ্যোক্তা উলিপুর এম.এস স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল আজিজ প্রধান, দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কদমতলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরল আনাম মান্না, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান মিয়া, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক দেওয়ান এনামুল হক, লালমনিরহাট সরকারি কলেজের প্রভাষক আরমান রহমান, ইনটার্ন ডাক্তার মাহমুদুল হাসান সরদারসহ প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংস্থার সদস্যবৃন্দ। এসময় পিপিআর ভেকসিন ও সংস্থার উদ্যোগে ক্ষুরা রোগের ভেকসিনসহ কৃমি নাশক ট্যাবলেট ও ঔষধ ফ্রি প্রদান করা হয়।
//নিউজ/উলিপুর//মালেক/মার্চ/২৩/২১