।। জেলা প্রতিনিধি ।।
কুড়িগ্রামে প্রতি বছর বন্যা ও নদ-নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যায় প্রায় ৫ হাজারেরও বেশি ঘর-বাড়ি। এ জেলায় নদ-নদী তীরবর্তী মানুষের আসন্ন বন্যা ও নদী ভাঙ্গনের ক্ষতি কমাতে এবার আগাম প্রস্তুতি নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা মোকাবেলা ও ভাঙ্গন রোধে জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামতসহ বেশ কিছু প্রকপ্লের কাজ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের উত্তারাঞ্চলীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ। প্রকল্প বাস্তবায়ন হলে এ জেলার মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে। পাশাপাশি নদ-নদী ভাঙ্গন নিয়ে দুঃচিন্তায় থাকতে হবে না বলে জানান তিনি।
রবিবার (২১ মার্চ) বিকেলে রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকার তিস্তা নদীর সলিড স্পার পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে জেলার সবগুলো নদ-নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুর্বলতম জায়গাগুলো চিহিত করে মেরামত করা হবে।
এ সময় উত্তারাঞ্চলীয় তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
//নিউজ/কুড়িগ্রাম//চন্দন/মার্চ/২১/২১