।। জেলা প্রতিনিধি ।।
মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে একমাত্র পথ হলো স্বাস্থ্যবিধি মানা। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধানে জনগণের মাঝে বেশ উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। এমন পরিস্থিতিতে জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধকরণসহ হাত ধোয়ার অভ্যাস বজায় রাখতে প্রচারণামূলক র্যালী ও মাস্ক বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
রবিবার (২১ মার্চ) দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি প্রচারণামূলক র্যালী বের হয়ে কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে শেষ হয়।
পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নেতৃত্বে র্যালীতে অংশ নেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
প্রচারণাকালে জনসাধারণের মাঝে ২ হাজার মাস্ক বিতরণ করেন পুলিশ সদস্যরা । জেলা পুলিশ থেকে জানানো হয় এ কর্মসূচির আওতায় জনগনকে ২ লক্ষ মাস্ক বিতরনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এসময় পুলিশ সুপার বলেন, ‘আইজিপি মহোদয়ের নির্দেশে আমরা আজ থেকে জনগনকে সচেতন করতে মাস্ক বিলি করছি, এছাড়াও জনগন মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি না মানলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।’ এসময় তিনি জনগণকে মাস্ক পরিধানের পাশাপাশি সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন।
//নিউজ/কুড়িগ্রাম//চন্দন/মার্চ/২১/২১