।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মঞ্চ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, কোরআন তেলোয়াত, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
বুধবার (১৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল আজিজ প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ হাড়ি, উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার সহ কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও জনপ্রতিনিধি বৃন্দ।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে চিত্রাংকন, রচনা ও আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
//নিউজ/উলিপুর//মালেক/মার্চ/১৭/২১