।। নিউজ ডেস্ক ।।
নারীরা আজ দেশের জনশক্তির পাশাপাশি শ্রমশক্তি। তারা দেশের অগ্রযাত্রার সফল অংশীদার। তাই এই শ্রমশক্তি ও জনশক্তিকে বাদ দিয়ে দেশ ও জাতির উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ দিনদিন বাড়ছে। তাই কর্মস্থলে নারীবান্ধব টয়লেট ব্যবস্থাপনা শুধু প্রয়োজনই নয় বরং এটা নারীদের মৌলিক অধিকারে পরিণত হয়েছে। অথচ কর্মক্ষেত্রসহ বাস স্ট্যান্ড, রেল স্টেশন ও গণপরিসরগুলোতে নারীবান্ধব টয়লেট এর ব্যবস্থাপনা না থাকায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন নারীরা। এর ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
সোমবার (৮মার্চ) সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দ জান্নাত আরা কে নারী দিবসের শুভেচ্ছা জানায় অরণ্য। পরে বিকাল ৩ টায় কুড়িগ্রাম শহরের সকল কর্মস্থলে নারীবান্ধব টয়লেটের আহ্বান করে চিঠি দেয় পরিবেশবাদী সংগঠন অরণ্য। এ সময় উপস্থিত ছিলেন অরণ্যের উপদেষ্ঠা মো: মনসুর আলী, সাধারন সম্পাদক আসাদুজ্জামান আকাশ. সাংগঠনিক সম্পাদক আবু রায়হান ফারুক ও মাসুদ রানা ।