।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে দিনমজুর ঘরের সন্তান মাসুদ রানা (২৯)। বাড়ি উপজেলার দক্ষিণ গুনাইগাছ গ্রামে। ২০১৪ সালে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করার পর একটা কোম্পানিতে চাকুরি নেন মাসুদ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মাসুদ রানা, বাবা-মা, স্ত্রী ও ছোট দুই ভাইয়ের পড়াশোনাসহ সার্বিক খরচ চালাতেন। কিন্তু গত ৭ মাস আগে কিডনি রোগে আক্রান্ত হন তিনি। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করার পরও ধীরে ধীরে দুটি কিডনি বিকল হয়ে যায়। তাকে বাঁচাতে হলে প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু দরিদ্র পিতা গোলজার হোসেন এত টাকা জোগান দিতে হিমশিম খাচ্ছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মাসুদ রানা উচ্চ রক্তচাপে ভুগছিলেন। একদিন হঠাৎ একদিন মাথা ঘুরে বমি করেন। এরপর দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করার পরও ক্রমে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে ভর্তি হন তিনি। পরিক্ষা নিরীক্ষা পর তার দু’টি কিডনি অকেজো হয়েছে বলে জানান সেখানকার চিকিৎসক। তার চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু দিনমজুর পিতা গোলজার হোসেনের পক্ষে এত টাকা জোগান দেয়া অসম্ভব। তাই তিনি দেশ/প্রবাসের মানবিক বিত্তবান ব্যক্তিদের সাহায্য কামনা করেছেন।
গোলজার হোসেন বলেন, `অভাবের সংসার। দীর্ঘদিন ধরে ছেলের চিকিৎসা করাতে আজ আমি নিঃস্ব। প্রতিমাসে ডায়ালাইসিস করতে খরচ হচ্ছে ৩০ হাজার টাকা। চিকিৎসক বলেছেন মাসুদ রানাকে বাঁচাতে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। এতে প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন। সন্তানকে বাঁচাতে দানশীল বিত্তবানদের সাহায্যের অনুরোধ জানিয়েছেন অসহায় পিতা।”
সাহায্য পাঠানোর ঠিকানাঃ-
অগ্রণী ব্যাংক (উলিপুর শাখা) হিসাব নং-২০০০১৪৭৬১৩৬( মাসুদ রানার পিতা)
বিকাশ নং-০১৭২২-৮০৬৩৮৫( মাসুদ রানার ভাই মামুন মিয়া)
//নিউজ/উলিপুর//মালেক/মার্চ /০৮/২১