।। জেলা প্রতিনিধি ।।
চিলমারীতে একটি কালী মন্দিরের দুইটি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।
সার্বজনীন কালী মন্দিরের সংশ্লিষ্টরা বলেন এ কাজটি করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ মার্চ) রাতে উপজেলার মুদাফৎথানা সরকার পাড়া সার্বজনীন কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
চিলমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) আনওয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনার পর বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে শান্ত থাকার আহ্বান জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।
পুলিশ জানায়, এই মন্দিরের দরজা খুলে অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরের ভেতরে থাকা মূর্তিগুলোর বিভিন্ন অংশ ভেঙে ফেলে। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কাউকে সনাক্ত করতে পারেনি পুলিশ।
এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, ভোরে ঘুম থেকে উঠে মন্দিরের সামনে এসে তারা দেখতে পান কে বা কারা মন্দিরের ভেতরে ঢুকে মূর্তিগুলো ভেঙে ফেলে রেখেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সার্বজনীন মন্দির কমিটির নেতারা।
এ ব্যাপারে চিলমারী উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি শ্রী কর্ণ বাবু বলেন, একটি সুরক্ষিত মন্দিরের তালা ভেঙে কে বা কারা রাতের আঁধারে মূর্তিগুলোর ক্ষতি করেছে এর তীব্র নিন্দা জানাই।
ওসি আনওয়ারুল ইসলাম জানান, মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
//নিউজ/চিলমারী//চন্দন/মার্চ/০৫/২১