।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে বাল্যবিবাহে ঝুঁকিপূর্ণ পরিবারের সেবা প্রাপ্তিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (ফেব্রুয়ারি ২৪) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বিল্ডিং বেটার ফিউচার ফর গালর্স প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায়, সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে এবং কারিগরি সহযোগিতায়, অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল আজিজ প্রধান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হাসান মোঃ মোহাইমেনুর খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলী ইমরান, উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোঃ তারিকুল ইসলাম, উলিপুর থানার এস আই মোঃ হারিছুর রহমান, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির পিসি লুৎফর রহমান, নারী সংগঠনের ইডি ফরিদা ইয়াসমীন, প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এস এম আরিফ-উজ-জামান, ফিল্ড ফ্যাসিলিটেটর জুলিয়া খানম জ্যোতি, আমিনুল ইসলাম, নূর ইসলামস প্রমূখ।
//নিউজ/উলিপুর//মালেক/ফেব্রুয়ারি/২৪/২১