।। জেলা প্রতিনিধি ।।
রাজারহাটে প্রতি বছরের ন্যায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ রাউফুন বসুনিয়ার মৃত্যু বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাইকপাড়ায় শহীদ রাউফুন বসুনিয়ার গ্রামের বাড়ির এলাকায় স্থানীয় মানুষ শোক র্যালী বের করে। র্যালী শেষে শহীদের সমাধীতে পুস্পমাল্য অর্পন করে স্থানীয় লোকজন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এরপর ছিনাই শহীদ মিনার চত্বরে শহীদ রাউফন বসুনিয়ার স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের আহবায়ক এস এম ছানালাল বক্সী, ৮০’র দশকের ছাত্রনেতা এমদাদুল হক এমদাদ, মাজেদ আলী, এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, শ্যামল ভৌমিক, দুলাল বোস, সাত কুরি রায় নিলু, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব নিলু,ছিনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাদেকুল হক নুরু, রাউফুন বসুনিয়ার ছোট ভাই মিনার বসুনিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা রাউফুন বসুনিয়ার ত্যাগের কথা উল্লেখ করে বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমাদের সকলকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে নেতৃত্ব প্রাক্কালে স্বৈরাচারী এরশাদ সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন ছাত্রনেতা রাউফুন বসুনিয়া। তার মরদেহ গ্রামের বাড়ী রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাইক পাড়ায় সমাধীস্থ করা হয়। তখন থেকে দিবসটি গ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে।
//নিউজ/কুড়িগ্রাম//সুভাষ/ফেব্রুয়ারি/১৩/২১